বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের শ্রমিকরা

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের ১৮ ভারতীয় শ্রমিকসহ ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের নিয়ম অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রের অধীনে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো আছে। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০ শ্রমিকসহ গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাগেরহাটে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিভিন্ন উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। 

সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির অধীনে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০ জন শ্রমিক রয়েছেন। আক্রান্ত শ্রমিকদের মধ্যে ১৮ জন ভারতীয় এবং দুজন বাংলাদেশি। তাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশন নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে জনসমাগম দেখা গেছে। অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি উপক্ষো করে চলছেন।

তানজীম আহমেদ/এএম