রাজশাহীতে করোনাভাইরাসের পরিস্থিতি
রাজশাহীতে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
করোনায় রাজশাহী বিভাগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) বগুড়ায় দুজন এবং নওগাঁয় একজনের মৃত্যু হয়। করোনায় এ পর্যন্ত বিভাগে ৪৩১ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৯ হাজার ২৪২ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৭৬ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া বগুড়ায় ৩৮, সিরাজগঞ্জে ৩৩, পাবনায় ১৪, চাঁপাইনবাবগঞ্জে ১৩ এবং নওগাঁ ও জয়পুরহাটে একজন করে শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ২৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতাল ভর্তি রয়েছেন ৩ হাজার ৩০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সর্বোচ্চ ২৭১ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৬০, নওগাঁয় ৩০, সিরাজগঞ্জে ১৮, নাটোরে ১৫, চাঁপাইনবাবগঞ্জে ১৪, পাবনায় ১২ এবং জয়পুরহাটে ১১ জনের প্রাণ গেছে করোনায়।
বিভাগীয় স্বাস্থ্য দফরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, সংক্রমণ এড়াতে চাইলে চলমান লকডাউন মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজনে নমুনা পরীক্ষা করে আক্রান্ত কিনা নিশ্চিত হতে হবে। সংক্রমণ ধরা পড়লে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চললেই হবে। তবে অবস্থা জটিল মনে হলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে।
ফেরদৌস সিদ্দিকী/এএম