করোনার সংক্রমণের ঝুঁকি কমাতে সিরাজগঞ্জ শহরের সংযোগ সড়ক বন্ধ করে দেওযা হচ্ছে

কঠোর বিধিনিষেধ মেনে চলতে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অকারণে শহরে প্রবেশ সীমিত করতে সিরাজগঞ্জের এসএসরোড ও মুজিব সড়কের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিচ্ছে জেলা পুলিশ।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার। বৃহস্পতিবার (১৫) এপ্রিল সন্ধ্যার পরে এই কার্যক্রম শুরু করেন জেলা পুলিশ।

রাত ৮টার দিকে সরেজমিনে শহরের এসএসরোড ও মুজিব সড়ক ঘুরে দেখা গেছে, এসএসরোডস্থ সংযোগ সড়ক ব্রিজ হয়ে গোশালা সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

একই সড়কস্থ মুক্তিযোদ্ধা গলিতে বাঁশ দিয়ে রাস্তা বন্ধের কাজ চলছে। পর্যায়ক্রমে নির্ধারিত সব সড়কগুলোই এভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানান কর্মরতরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার বলেন, অনেকেই অকারণে মহল্লার মোড় দিয়ে শহরে ঢুকছেন। অকারণেই অনেক রিকশা শহরে ঢুকছে। কঠোর বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণের ঝুঁকি কমাতে ও অকারণে শহরে প্রবেশ সীমিতকরণে বাড়ি থেকে বের হতে নিরুৎসাহিত করতেই এই কার্যক্রম।

শুভ কুমার ঘোষ/এমএসআর