বিধিনিষেধের দ্বিতীয় দিনে খুলনায় ৮৭ মামলা, অর্থদণ্ড
খুলনা জেলায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনব্যাপী অভিযান
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে ৮ দিনের সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ সর্বাত্মক চলছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দিন ছিল নিয়ন্ত্রিত চলাচল। মাঠে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এদিন খুলনা জেলাজুড়ে অভিযান পরিচালনা করে ৮৭টি মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেনের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর তত্ত্বাবধানে খুলনা জেলায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
খুলনা মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনব্যাপী ৬টি টিম মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ মামলায় ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলাগুলোয় মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলার স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। উপজেলায় মোট ৪৭ মামলায় ৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।
‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার, এপিবিএন র্যাবের সদস্যরা।
বিজ্ঞাপন
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর বলেন, ‘খুলনা উচ্চ ঝুঁকির থাকার পরেও মানুষ সচেতন হচ্ছে না। যাদের জরিমানা করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই মাস্ক পরছে না অথবা স্বাস্থ্যবিধি মানছেন না। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
মোহাম্মদ মিলন/এমএসআর