পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার গৃহকর্মী
ফাইল ছবি
সাভারে পাওনা টাকা চাওয়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে রনি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার রবিনের ছেলে। তিনি হাড় ভাঙা রোগীদের চিকিৎসা করতেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার খ্রিষ্টান ধর্মাবলম্বী রনির বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। তিনি গত দুই মাস আগে ওয়ারিশ সূত্রে বাবার বাড়িতে পাওয়া জমি বিক্রি করেন। সেই টাকা থেকে ৮০ হাজার টাকা ধার নেন রনি। সময় মত টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন রনি। গত ২৬ ডিসেম্বর কমলাপুর বাজারে রনির দোকানে টাকা চাইতে যান ওই নারী। এ সময় রনি ওই নারীকে তার রোগী দেখার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী বিষয়টি দোকানের আশপাশে জানালে রনির স্ত্রী আয়েশা তাকে মারধর করেন। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এ ঘটনায় ওইদিন রাতে থানায় অভিযোগ দায়ের করলে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করে পুলিশ।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক জুলফিকার ঢাকা পোস্টকে বলেন, ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আটক রনির বিরুদ্ধে মামলা করে বুধবার (৩০ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
আরএআর