বরিশালে পুলিশ সদস্যকে প্রত্যাহারের আলটিমেটাম চিকিৎসকদের
বিএমএর সভাপতি ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সভা
বরিশাল কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল করিমকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিএমএ বরিশাল শাখার জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএমএ বরিশাল শাখার সাধারণ সম্পাদক চিকিৎসক মো. মনিরুজ্জামান শাহিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে এসআই রিয়াজুলকে প্রত্যাহার করা না হলে মানববন্ধন, প্রাইভেট চেম্বার বন্ধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিএমএর জেলা সভাপতি চিকিৎসক ইসতিয়াক হােসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাকে হয়রানি না করার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
দুপুর ১২টায় বিএমএর সভাপতি চিকিৎসক ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম সরওয়ার, সাবেক অধ্যক্ষ রনিজৎ খা, সহ-সভাপতি সৈয়দ মাকসুমুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শাহিন, চিকিৎসক জহিরুল হক মানিক, হাওয়া আক্তার জাহান, ইমরুল কায়েস ও নাজিমুল হক।
প্রসঙ্গত, ইসলামী ব্যাংক হাসপাতালে ভুল চিকিৎসায় কোতোয়ালি মডেল থানায় চিকিৎসক রহমান সুমন ও হাসপাতালের সুপার ইসতিয়াক হােসেনের বিরুদ্ধে মামলা করেন মানিক কারিকর নামের এক রোগী।
প্রাথমিক তদন্তে গিয়ে ২২ ডিসেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশালের সভাপতি ইসতিয়াক হোসেনের সঙ্গে অসদাচরণ করেন এসআই রিয়াজুল- এমন অভিযোগ তোলা হয়।
পাশাপাশি রোগীর চিকিৎসাভার গ্রহণ ও ক্ষতিপূরণ দেয়ার শর্তে ২৪ ডিসেম্বর মামলা প্রত্যাহারের আবেদন করেন মানিক কারিকর। এরই মধ্যে এসআই রিয়াজুল করিমকে প্রত্যাহারের দাবি তোলেন চিকিৎসকরা।
এএম