দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আস‌নে প্রশাস‌নের বিরু‌দ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ক‌রে‌ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পাওয়া ঠাকুরগাঁও যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাহমিনা আখতার মোল্লা। শ‌নিবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের কা‌ছে এ অ‌ভি‌যোগ ক‌রেন।

তাহ‌মিনা আখতার মোল্লা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, রিটা‌র্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর ২৪ দিনের আইনি লড়াই শেষে আবারও প্রার্থিতা ফি‌রে পেলাম। এজন্য বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিতে আ‌সি। কিন্তু এখা‌নেও প্রশাসনের বাধা পাই। বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিতে পার‌মিশন নি‌তে হ‌বে প্রশাস‌নের কাছ থেকে এ‌টি আমার জানা ছিল না। আজ এ‌টিও জানলাম।

তি‌নি আরও ব‌লেন, ভিন্নমতের মানুষকে এভা‌বে নিষ্পেষিত নির্যাতিত করা হয়। যারা মানু‌ষের প‌ক্ষে কথা ব‌লে তারা যে বাধাগ্রস্ত হয় এটা আপনারা গণমাধ্যম কর্মীরাও জান‌লেন। 

তি‌নি আরও ব‌লেন, নির্বাচ‌নের দা‌য়ি‌ত্বে থাকা প্রধান নির্বাচন ক‌মিশন আজ‌কে ঠাকুরগাঁও‌য়ের প্রশাস‌নের অবস্থান দেখুন। আমার সঙ্গে যে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে তারা তা দেখুক। আ‌মি কাউ‌কে আজ ডা‌কি‌নি। মাই‌কিং ক‌রি‌নি। কিন্তু আজ‌কে আমা‌কে (প্রশাসন) বাধাগ্রস্ত করল।

এর আগে দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পাওয়া তাহমিনা আখতার মোল্লা তার নেতাকর্মী অনুসারীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিতে যান। এ সময় উপ‌স্থিত সাংবা‌দিকদের স‌ঙ্গে কথা বলার সময় জেলা‌ প্রশাস‌নের আচরণবিধি লঙ্ঘন বন্ধে দা‌য়ি‌ত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম উপস্থিত হন।

এ সময় তি‌নি তাহমিনা আখতার মোল্লা  কা‌ছে জান‌তে চান এখা‌নে প্রশাস‌নের অনুম‌তি নি‌য়ে‌ছেন কী না। জবা‌বে তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দি‌তে আস‌ছি। ফুল‌ দি‌তে অনুম‌তি লা‌গে পাল্টা প্রশ্ন কর‌লে নির্বাহী ম্যাজি‌স্ট্রেট ব‌লেন, ফুল তো দি‌চ্ছেন, ফুল দেওয়াটা আলাদা বিষয়। কিন্তু আপ‌নি তো এখা‌নে সমা‌বেশ কর‌ছেন। জবা‌বে তাহ‌মিনা ব‌লেন, নির্বাচ‌নের প্রচার প্রচারণা নি‌য়ে এখানে কা‌রেও কা‌ছে ভোট চাই‌তে আ‌সি‌নি। পরে নির্বাহী ম্যাজি‌স্ট্রেট ব‌লেন, আজ‌কের মতো ফুল দি‌য়ে শেষ ক‌রে দেন।

প্রসঙ্গত, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের হেরফেরের কার‌ণে তাহ‌মিনা আখতার মোল্লার মনোনয়নপত্র বাতিল ক‌রে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তি‌নি। সেখানেও রিটার্নিং কর্মকর্তা আদেশ বহাল রাখে। এরপর হাইকোর্টে যান তিনি। প‌রে গত বৃহস্প‌তিবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানি শেষে প্রার্থিতা বৈধতার আদেশ দেন।

এদি‌কে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান ব‌লেন, তাহ‌মিনা আখতা‌রে স্বতন্ত্র প্রার্থীর বৈধতার বিষ‌য়ে এখনও আদাল‌তের পূর্ণাঙ্গ রায় জেলা নির্বাচন কার্যাল‌য়ে আসে‌নি।

আরিফ হাসান/এমএএস