যশোরে শেখ রাসেলের ভাস্কর্য ভাঙচুর, আটক ১
শেখ রাসেলের ভাস্কর্য
যশোরের চারখাম্বা মোড়ের শেখ রাসেলের ভাস্কর্য ইট দিয়ে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আজিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
আটক আজিম যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে। তিনি প্রিন্টিং প্রেস ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, আজিম বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। এদিন রাত তিনটার দিকে তিনি ঘুরতে ঘুরতে শহরের চারখাম্বার মোড়ে যান। এ সময় তিনি কয়েকটি ইট নিয়ে শেখ রাসেলের ভাস্কর্য লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে ভাস্কর্যের কাঁচ ভেঙে যায়।
তিনি আরও বলেন, ভাস্কর্যের পাশে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে আজিমকে আটক করে। তার কথাবার্তা অসংলগ্ন। তিনি মাদক মামলায় জেলও খেটেছেন। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন যশোরের পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবসহ নেতারা।
জাহিদ হাসান/এমএসআর