গাইবান্ধা জেলা হাসপাতাল

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে হাজেরা বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে আরও ১০ জন আহত হন।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নিহতের স্বামী শুকুর আলী বাদী হয়ে সাঘাটা থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে সকালে উপজেলার সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানায়, দীর্ঘ দিন ধরে সর্দারপাড়া গ্রামের শুকুর আলীর সঙ্গে প্রতিবেশী লতিফ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১১ জন গুরুতর আহত হb। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

রিপন আকন্দ/এমএসআর