ভোট বর্জন করলেন ফিরোজুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান (কাঁচি) নির্বাচন বর্জন করেছেন। রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের এই ঘোষণা দেন তিনি।
ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। এই আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি।
বিজ্ঞাপন
ফেসবুক লাইভে এসে ফিরোজুর রহমান বলেন, এই নির্বাচন আমি বর্জন করলাম। আপনারা দেখেছেন, আমাদের আশ্বাস দিয়েছিল সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে। আমাদেরকে সবাই সহযোগিতা করবে। কিন্তু কেউ সহযোগিতা করেনি। কি একটা খেলা খেলল, আমরা বুঝতে পারিনি। আমাদেরকে মাঠে নামিয়ে দিয়ে তারা তাদের কাজ করেছে। সকাল থেকে আমার লোকজন, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। বের করে দিয়েছে। জায়গায় জায়গায় জাল ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, এমন নির্বাচন দিবে ভাবতেও পারিনি। জেলা প্রশাসকের কাছে নির্বাচন স্থগিত করার জন্য দরখাস্ত করেছি। কিন্তু তিনি করেননি। আমরা নির্বাচন কমিশনসহ সকলের কাছে এই আসনের নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করছি। নতুবা জাতির জন্য বিরাট কলঙ্ক হয়ে যাবে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমজেইউ