কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় মীম আক্তার (১৫) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মীম আক্তার তিতাস উপজেলার লালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। সে ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিল মীম। এসময় একই দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মীমের ওপর গিয়ে পড়ে। এতে মীম মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মো. শাফিন নামের মোটরসাইকেল আরোহীও। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল আরোহী শাফিন ওই এলাকার বাসিন্দা এবং হাসানপুর শহীদ নজরুল ডিগ্রী কলেজের সাবেক শিক্ষার্থী।

ঘটনার পর ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে কলেজের শতাধিক শিক্ষার্থী। প্রায় ২ ঘণ্টা ধরে মহাসড়কে অবস্থান নেয় তারা। এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে আশ্বস্ত করলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

ওসি শাহীনুল ইসলাম বলেন, ঘটনার পর পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। পিকআপের চালক পালিয়ে যায় ঘটনার সঙ্গে সঙ্গে। এ ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরিফ আজগর/পিএইচ