মীর রেজাউল ইসলাম ও শেখ মহিদুল ইসলাম (বাম থেকে)

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৫০ বছরের রেকর্ড ভেঙে শেখ মহিদুল ইসলাম ও মীর রেজাউল ইসলাম নামে দুই কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান। 

এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। শেখ মহিদুল ইসলাম ও মীর রেজাউল ইসলামের সমর্থনে অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে যাচাই-বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত করা হয়

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মহিদুল ইসলাম ও ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ১৮ দিন বাকি থাকতেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন। এর আগে ১৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত হন বর্তমান কাউন্সিলর শাহিন উদ্দিন।

কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম তিনজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মহিদুল ইসলাম ও ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ওয়ার্ড দুইটি থেকে আরও দুজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে তারা মহিদুল ও রেজাউলকে সমর্থন করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ কারণে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

তিনি আরও বলেন, এর আগে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহিন উদ্দিনকে সমর্থন করে অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ কারণে তাকেও নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে দেড়শ বছরের রেকর্ড ভেঙে মোট তিনজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসপি