দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
শ্রীমঙ্গলের কুয়াচ্ছন্ন গ্রামীণ সড়ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের গড় তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরে আবহাওয়া অধিদফতর জানায়, এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীত মৌসুমে মৌলভীবাজার জেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। ঘন কুয়াশায় কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এখন থেকে ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে তাপমাত্রা। অল্প কয়েকদিনের মধ্যেই চলমান তাপমাত্রা আরও কমবে। শ্রীমঙ্গলে বর্তমানে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
এদিকে হাওর ও পাহাড়বেষ্টিত মৌলভীবাজারের ছিন্নমূল মানুষ তীব্র শীতে কাবু হয়ে পড়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৌলভীবাজারে ৩৩ হাজার কম্বল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঢাকা পোস্টকে বলেন, জেলার সাতটি উপজেলায় একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলায় ৩৩ হাজার কম্বল রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা ইতোমধ্যে বিতরণ শুরু হয়েছে।
আরএআর