ফাইল ছবি

নরসিংদীর বাশাইল রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার দাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনে তিনি কাটা পড়েন। 

স্থানীয় সূত্রে জানা যায়,  দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বাশাইল রেলক্রসিং পার হওয়ার সময় প্রকাশ কুমার দাস ট্রেনে কাটা পড়েন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সিনিয়র ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। এখন পর্যন্ত তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই শাহ আলম বলেন, ঘটনার পর পরই আমরা মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। এখন পর্যন্ত তার বিস্তারিত পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি।

আরএআর