পলাশে কবরস্থান থেকে সাতটি লাশ চুরি হয়েছে

নরসিংদীর পলাশে কবরস্থান থেকে সাতটি লাশ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের একটি পারিবারিক কবরস্থান ও পাশের মহল্লার আরেকটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৩০ ডিসেম্বর) সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে কয়েকটি কবরের মাটি খোঁড়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পরও কোনো মরদেহ বা কঙ্কালের সন্ধান পায়নি। অন্যদিকে, ইসলামপাড়া কবরস্থানেও স্থানীয়রা কবর খোঁড়া অবস্থায় দেখতে পায়। সেখানেও কবরে মরদেহ বা কঙ্কাল পাওয়া যায়নি।

মজিজ উদ্দিন নামে এক এলাকাবাসী বলেন, এখানে অনেক বছর ধরে আশপাশের ২-৩ গ্রামের মানুষকে কবর দেয়া হচ্ছে। বুধবার সকালে আমরা কবর খোঁড়া অবস্থায় দেখতে পাই। পরে গিয়ে দেখি কবরের ভেতরে কোনো মরদেহ নেই। 

কবরস্থান পরিদর্শন করেছে পুলিশ

কবরস্থানের রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা আবদুল ওয়াহাব নামে আরেক এলাকাবাসী বলেন, আগে কখনো এমন ঘটনা ঘটেনি। তাই কবরস্থানে লাইটের ব্যবস্থা করা হলেও পাহারার ব্যবস্থা করা হয়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে দুইটি কবরস্থান থেকে মরদেহ চুরির ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সহযোগিতায় কাজ করছি। এ ঘটনায়  আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এসপি