পঞ্চগড়-ঢাকা রুটে ফের চালু হলো পার্সেল ট্রেন
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের উদ্বোধন করেন
চলমান বিধিনিষেধে কৃষিজাত পণ্য পরিবহনের সুবিধার্থে পঞ্চগড়-ঢাকা রুটে পুনরায় বিশেষ ‘পার্সেল ট্রেন’ চালু করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও সবজি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
রেলওয়ে সূত্রে জানা গেছে, কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে প্রতি শনিবার, সোমবার ও বুধবার পঞ্চগড় থেকে ঢাকা রুটে পার্সেল ট্রেনটি নিয়মিত চলাচল করবে। পঞ্চগড় থেকে ছাড়বে দুপুর ১টায়, ঢাকায় পৌঁছাবে রাত ৩টায়। সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে ছাড়বে সকাল ৬টায়। পঞ্চগড়ে এসে পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। বিশেষ পার্সেল ট্রেনে কৃষিজাত পণ্য যেমন- শাক সবজি, দেশীয় ফলমূলসহ বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ কর রেয়াতের চার্জ কম থাকবে।
কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে সারাদেশে আটটি পার্সেল ট্রেন চলাচল করছে। পঞ্চগড়-ঢাকা রুটে চলালচলকারী ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে সংযোজন/বিয়োজন করা যাবে। পণ্য যেকোনো স্টেশনে নামানো ও ওঠানো যাবে।
বিজ্ঞাপন
এদিকে প্রথম দিনে পঞ্চগড় থেকে শসা, বেগুন, শুকনা মরিচ টমেটোসহ প্রায় তিন মেট্রিক টন সবজি রেলযোগে পাঠিয়েছেন ব্যবসায়ীরা। গত বছরের ৯ মার্চ প্রথম পঞ্চগড়-ঢাকা রুটে পার্সেল ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এ বিষয়ে সবজি ব্যবসায়ী রফিকুল ইসলাম ও বদিউজ্জামান বলেন, আজ প্রথম আমরা পার্সেল ট্রেন যোগে পঞ্চগড় থেকে ঢাকায় সবজি পাঠিয়েছি। কর্তৃপক্ষ যদি আমাদের সেবা ভালো করে দেয় এবং সড়ক পথের চেয়ে খরচ কম পড়ে তাহলে আমরা ট্রেনেই পণ্য পরিবহন করব।
এ বিষয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান, আজ থেকে পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে বিশেষ পার্সেল ট্রেন চালু হলো। ট্রেনটি সপ্তাহে তিন দিন চলাচল করবে৷ প্রথম দিনে ভালো সাড়া পাচ্ছি আমরা। আশা করি সামনে ট্রেনে পণ্য পরিবহনে ব্যবসায়ীরা আরও আগ্রহী হবে।
রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, করোনাভাইরাসের কারণে গত বছর যে পার্সেল ট্রেন চালু হয়েছিল তারই ধারাবাহিকতায় এবার এই পার্সেল ট্রেন চালু করা হলো। পঞ্চগড়ে উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য খুব সহজে ব্যবসায়ীরা ঢাকাসহ বিভিন্ন জেলায় ট্রেনে পরিবহন করতে পারবেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন জানান, ট্রেনে করে পঞ্চগড় থেকে ঢাকায় খুব সহজে ব্যবসায়ীরা কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পাঠাতে পারবেন। অল্প খরচে কৃষক ও ব্যবসায়ীরা টমেটো, মরিচ, শসাসহ বিভিন্ন পণ্য ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় পাঠাতে পারবেন।
রনি মিয়াজী/আরএআর/জেএস