বিয়ের ১ মাস যেতে না যেতেই লাশ হলেন তারামণি

ঘরে নববধূর লাশ ফেলে রেখে নাকফুল নিয়ে উধাও হয়েছেন স্বামী। সোমবার (১৯ এপ্রিল) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্বরামখানা দোলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১ মাস আগে ওই এলাকার আবদার আলীর ছেলে হাফিজুর রহমান হাবুর (৩০) সঙ্গে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুছ সালামের মেয়ে তারামণির (১৮) বিয়ে হয়। বিয়ের ১ মাস যেতে না যেতেই লাশ হলেন তারামণি।

তারামণির বাবা আব্দুছ ছালাম ও তার ভাবি আফরোজা বেগম জানান, সকালে মোবাইলে খবর পাই তারামণি বিষপান করে আত্মহত্যা করেছে। পরে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন তার শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও ক্ষতের চিহ্ন।

তারা আরও বলেন, বালিশের খোলে রক্তের দাগও ছিল। গায়ে বিষের গন্ধ ছিল না। নাকেও নাকফুল নেই। নাকফুল নিয়ে উধাও হয়েছেন জামাতা হাফিজুর রহমান হাবু।

তবে ছেলের মা হাছনা বেগম জানান, ছেলে ও ছেলের বউকে সাহরি খাওয়ার সময় ডাকাডাকি করি। কিন্তু রোজা থাকবে না বলে সাহরি খেতে ওঠেনি তারা। পরে সকালে ছেলের বউকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন কম্বল দিয়ে মোড়ানো পুত্রবধূ।

তিনি আরও বলেন, ছেলেও ঘরে নেই। কোথায় গেছে জানি না। একই কথা বলেন, হাফিজুরের ছোট ভাই হাসান আলী (১৩)। এছাড়া ছেলের এর আগে আরও ২টি স্ত্রী ছিল বলে জানান স্থানীয়রা।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। আপাতত একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।

জুয়েল রানা/এমএসআর/জেএস