গ্রেফতার শাহজাহান মিয়া

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে শাহজাহান মিয়া (৩২) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। এ সময় তার কাছে থেকে ভুয়া নিয়োগপত্র, বিমানের জাল টিকিট ও জাল ভিসা উদ্ধার করা হয়। 

গ্রেফতার শাহজাহান ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার মো. আব্দুল জলিল মন্ডলের ছেলে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, রোববার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে র‍্যাব-১৪ এর  একটি বিশেষ টিম উপজেলার রহমতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান মিয়াকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একজন মানবপাচারকারী দলের সক্রিয় সদস্য। তিনি গ্রামের সাধারণ মানুষদেরকে বিদেশে পাঠানোর নামে ভুয়া নিয়োগপত্র, জাল ভিসা তৈরি করে বিভিন্ন দেশে পাচার করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করতেন। এ ব্যাপারে রুবেল মিয়া এক ভুক্তভোগী বাদী হয়ে নেত্রকোনার পূর্বধলা থানায় মামলা করেছেন। 

উবায়দুল হক/আরএআর