মহামারি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বেশ কিছু ‘মানবিক’ উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।

উদ্যোগগুলো হলো মাসব্যাপী নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার, সাহরির খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ফ্রি হোম ডেলিভারি সার্ভিস এবং রোগীদের জন্য জয়বাংলা বাইক ও প্রাইভেট কার সার্ভিস।

আর এ সেবা নিতে দুইটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। যেখানে কল করলেই চাহিদামতো সেবা পৌঁছে দেবে ছাত্রলীগের কর্মীরা। নাম্বার দুটি হলো ০১৭১২ ৮৮১১৫৪ ও ০১৭১১ ৫৭৪৩৬৩।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর নতুনবাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নওশেল আহমেদ অনি বলেন, যেহেতু করোনা মোকাবিলায় চলমান লকডাউনের কারণে দরিদ্র শ্রমজীবী মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। তাদের কথা চিন্তা করে আমরা প্রতিদিন ৩০০ জনকে বিনামূল্যে ইফতার ও সাহরির খাবারের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, লকডাউনে যারা বাসা থেকে বের হতে পারছেন না, তারা যদি আমাদের কল করে জানান তাহলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তাদের বাসায় পৌঁছে দেবে মহানগর ছাত্রলীগের কর্মীরা।

নওশেল আহমেদ অনি আরও বলেন, করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ফ্রি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। এছাড়াও লকডাউনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য পাঁচটি মোটরসাইকেল ও দুইটি প্রাইভেট কারের মাধ্যমে সেবা নিশ্চিত করা হবে।

এসব কার্যক্রমে মহানগর ছাত্রলীগকে সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতা করছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

মেয়র ইকরামুল হক টিটু বলেন, মহামারি করোনাভাইরাস স্থবির করে দিয়েছে বিশ্বকে। আমাদের দেশের অসংখ্য মানুষ আজ সংকটে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে মানবিক হতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের এমন মহৎ উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। ক্রান্তিকালে সেবামূলক এসব কাজের জন্য তাদের সাধুবাদ জানাই।

উবায়দুল হক/এমএসআর