অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। 

নারায়ণগঞ্জে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। 

লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ অসহায় ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ। 

এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষগুলো এখন কর্মহীন। লকডাউন পালনে আমরা কঠোরতা পালন করি এটা যেমন সত্য, তেমনি কর্মহীন মানুষেরা পেটের দায়েই লকডাউন মানতে চাচ্ছেন না এটাও সত্য। বিশেষ করে যারা দিন আনেন দিন খান। 

জেলা প্রশাসক বলেন, পর্যায়ক্রমে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। তবে সরকারের পাশাপাশি এই কঠিন সময়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। বিশেষ করে প্রতিটি মহল্লা বা এলাকার বিত্তবানরা যদি তার আশপাশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ান তাহলে  আমরা এই করেনাযুদ্ধে অবশ্যই জয়ী হবো। 

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. শামিম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তোফাজ্জল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। 

রাজু আহমেদ/আরএআর