অসহায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন ‘শেরপুর ৩৬০ ডিগ্রী’র সদস্যরা

শেরপুরের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘শেরপুর ৩৬০ ডিগ্রী’ ও ইফতার বাজার যৌথ উদ্যোগে প্রতিদিন শেরপুর পৌর শহরের ২০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে ৬০ টাকা সমমূল্যের ইফতার সামগ্রী তুলে দিচ্ছে।  

এ বিষয়ে ‘শেরপুর ৩৬০ ডিগ্রী’র অ্যাডমিন ও চ্যানেল ২৪ এর শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বি ঢাকা পোস্টকে বলেন, প্রতিবারের মতো এবারও আমরা ৩ হাজার মানুষকে ইফতার করাতে চাই। আমাদের এই মানবিক কাজে চাইলে যে কেউ আর্থিক সহযোগিতা করতে পারেন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে এটি একটি অলাভজনক উদ্যোগ। ইতোমধ্যে অসহায় হতদরিদ্র পথচারীদের হাতে ইফতার পৌঁছে দেওয়ার আমাদের এই প্রচেষ্টায় অংশ নিয়েছেন ডা. একেএম আনোয়ারুর রউফ (সিভিল সার্জন শেরপুর), জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডা.মুহিত কুমার, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জাহিদুল খান সৌরভ/এসপি