এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে/ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল বিবাদমান দুই পক্ষ।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি কর্মসূচি পণ্ড করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিবাদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় কাউকেই কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোম্পানীগঞ্জে। সোমবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য মো. জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা সাগরের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।

হাসিব আল আমিন/এসপি