গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা গেছেন। 

তারা হলেন- মাদারীপুর জেলার রাজৈরের বীর মুক্তিযোদ্ধা খবিরুদ্দিন (৭০), রাজবাড়ী জেলা সদরের লক্ষ্মীপুরের আব্দুল মান্নান (৮০), ঝিনাইদহ সদর উপজেলার ইসরাইল আলী জোয়াদ্দার (৬৫) এবং ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুরের আব্দুর রহমান (৬৬)।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩০ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮৭ জন। মঙ্গলবার (২০ এপ্রিল) সরকারি হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৮ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৪৮৬ জন। ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.৩৭ এবং মৃত্যুর হার ১.৫২ শতাংশ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৪ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৫ জনের।

বি কে সিকদার সজল/এসপি