চুরি এবং হারিয়ে যাওয়া ৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়েছে। 

গতকাল বিকেলে খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। এ সমস্ত মোবাইল ফোন হারিয়ে জেলার বিভিন্ন থানায় জিডি করেছিলেন ভুক্তভোগীরা। 

হারিয়ে যাওয়া মোবাইল পিরে পেয়ে অত্যন্ত আনন্দিত মোবাইল ফোন মালিকেরা। মোবাইল চুরি কিংবা হারিয়ে গেলে পুলিশের সহযোগিতা নিতে বলছেন মালিকেরা।

জেলার রামগড় থেকে দাউদুল ইসলাম নামে একজন ভুক্তভোগী জানান, হারানো মোবাইল খুঁজে পেয়েছেন এটি অনেক আনন্দের। পুলিশ আন্তরিকভাবে সহযোগিতা করেছে মোবাইলটি খুঁজে পেতে। যে কোনো প্রয়োজনে পুলিশের সেবা নেওয়ার আহ্বান জানান তিনি।  

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, আজ ৩৩টি মোবাইল প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল উদ্ধার করেছে।  

এনএফ