ঢাকা-পাবনার সব রুটে ধর্মঘট
অনির্দিষ্টকালের জন্য পাবনার সব রুটে পরিবহন ধর্মঘট
অনির্দিষ্টকালের জন্য পাবনার সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।
পরিবহন শ্রমিকদের মারধর, সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে এবং বিষয়টি স্থায়ী সমাধানের জন্য এ ধর্মঘট ডেকেছেন শ্রমিক নেতারা।
বিজ্ঞাপন
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে পাবনা জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব ধর্মঘট ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোনো কারণ ছাড়াই দীর্ঘ তিন চার বছর ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক শ্রমিকরা পাবনার বাস ট্রাক চালকদের মারধর করে আসছেন।
বিজ্ঞাপন
একই সঙ্গে শাহজাদপুরের ওপর দিয়ে বাস ট্রাক চলাচলে বাধা দেন তারা। পাবনার মালিক শ্রমিকদের কাছ থেকে চাঁদাও নিচ্ছেন। পাবনার মালিক শ্রমিকরা এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েও পাননি।
হাবিবুর রহমান হাবিব বলেন, এই সমস্যার সমাধানসহ ছয় দাবি আদায়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। দাবি আদায় না হওয়ায় পাবনা-ঢাকাসহ পাবনা জেলার সব রুটে ধর্মঘট ডেকেছি আমরা।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল এহসান খান বলেন, সিরাজগঞ্জ ও শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের সঙ্গে পাবনার বাস মালিক শ্রমিকরা দফায় দফায় বৈঠক করেছেন। কিন্তু কোনো সমাধান হয়নি। চাঁদা আদায় ও পরিবহন শ্রমিকদের মারধরের বিষয় সমাধানের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। সমাধান না হলে উত্তর ও দক্ষিণবঙ্গের মোটর মালিক শ্রমিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেব।
এএম