মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী এলাকায় অপরজন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিহত হন।

নিহতরা হলেন সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০), একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া (৪২) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে আজিজুর রহমান (৪৬)।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এবং গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আকবর আলী খান বলেন, সকালে পিকআপযোগে কাজে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। সদর উপজেলার হিজুলী এলাকায় পৌঁছালে নির্মাণশ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে যায়।

এতে পিকআপের নিচে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হন। একই সঙ্গে আরও কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতালে রাখা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আজিজুর রহমান নিহত হন। তার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে রাখা হয়েছে।

এএম