চাঁপাইনবাবগঞ্জের সড়কে প্রাণ গেল দুজনের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও ভোরে মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম (৩০) উপজেলার কয়লাবাড়ি গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে ও ট্রলিচালক রেজাউল (১৫) খড়পপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী ট্রাক ধোপপুকুর এলাকায় ট্রলিকে ধাক্কা দেয়। এতে রেজাউল ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুরে খড়িবোঝাই ট্রলি উল্টে চালক আব্দুর রহিম নিহত হন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ভোরে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে মুসলিমপুর বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রলি। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রহিম নিহত হন। দুই ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে থানায়।
এএম