রাজশাহীতে হুজির আঞ্চলিক কমান্ডারসহ গ্রেফতার ২
আটক হরকাতুল জিহাদের (হুজি) আঞ্চলিক কমান্ডারসহ দুইজন
রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নগরীর মতিহার থানাধীন খড়খড়ি বাজার এলাকায় রাজশাহী-ঢাকা বাইপাস মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- হুজির আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও তার সহযোগী আবদুল আজিজ ওরফে নোমান ( ২৩)।
বিজ্ঞাপন
মুফতি ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আর আবদুল আজিজ ওরফে নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকার মোশাররফ মঞ্জিলের ছেলে।
পুলিশের ভাষ্য, মুফতি ইব্রাহিম খলিল খুলনা ও রাজশাহী অঞ্চলের হুজির আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া নোমান হুজির নতুন সদস্য ও সমন্বয়কারী। অভিযানে তাদের কাছে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
দুপুরে আটকদের রাজশাহী মহানগর পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজন জানিয়েছেন, তারা সবাই হুজির নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় সংগঠন পুনর্গঠনে কাজ করছিলেন। তাদের সঙ্গে আরও চারজন ছিলেন। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
গোলাম রুহুল কুদ্দুস বলেন, পলাতক চারজনসহ এই দুজনের নামে নগরীর মতিহার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
আরএআর