নিহত ইমনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল চুরির কথা বলে দেওয়ায় ইমন (১২) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর আকরাম আলীকে (১৬) আটক করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালিবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমন ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে বড় কোয়ালিবেড় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অভিযুক্ত আকরাম আলী একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। 

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঢাকা পোস্টকে জানান, গত ১৫ এপ্রিল আবু সাঈদ নামে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে আকরাম আলী। চুরির বিষয়টি শিশু ইমন জানতে পেরে আবু সাঈদকে জানিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয় আকরাম। বুধবার দুপুরে ইমন মাঠে খেলতে গেলে তাকে একা পেয়ে আকরাম ডেকে নিয়ে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেখানেই ফেলে রাখে। 

বিষয়টি টের পেয়ে ভুট্টাক্ষেতের মালিক গোলাপ মিয়া স্থানীয় লোকজনকে ডেকে আকরামকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আকরামকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
 
শুভ কুমার ঘোষ/আরএআর