লিচুগাছটি পরিদর্শনে যায় তদন্ত কমিটি

ঠাকুরগাঁওয়ে লিচুগাছের ডালে ১৭টি লিচুর সঙ্গে ধরেছে একটি আম। এই ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কোলনীপাড়ার আব্দুর রহমানের বাড়িতে গিয়ে সেই গাছটি পরিদর্শনে যায় তদন্ত কমিটি।

স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তদন্ত কমিটির সদস্যরা

কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেনসহ চার সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এ সময় গাছের মালিক ও স্থানীদের সঙ্গে কথা বলেন তারা।

আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, যেহেতু আমটি ছিঁড়ে ফেলা হয়েছে, তাই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এই লিচুগাছে আমের ভিডিওসহ কিছু নমুনা সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে যানা যাবে।

তিনি আরও বলেন, গাছমালিক বলছেন স্থানীয় মেম্বার গাছের আমটি ছিঁড়ে দিয়েছেন। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে গাছটি সংরক্ষণের জন্য জনপ্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নাহিদ রেজা/এমএসআর