লঞ্চ থেকে বিয়ার ও চোলাই মদ জব্দ
জব্দকৃত বিয়ার ও চোলাই মদ
বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে ৪৭ ক্যান বিয়ার এবং দশ লিটার চোলাই মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৮ টায় বরিশাল থেকে ছেড়ে যাওয়া বাহেরচরগামী লঞ্চ এমএম হায়াতে অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার এম মেহেদী হাসান।
বিজ্ঞাপন
তিনি বলেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন বরিশাল ও বিসিজিএস বগুড়ার যৌথ অভিযানে লাহারহাট লঞ্চঘাটে এমএম হায়াত নোঙর করে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী আসনের ওপর পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগের একটিতে ৪৭ বোতল বিয়ার এবং আরেকটিতে দশ লিটার চোলাই মদ পাওয়া যায়। সেগুলো উদ্ধার করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তর করা হয়েছে।
এসপি
বিজ্ঞাপন