লকডাউনে মানববন্ধন, হামলায় আহত ১০
সোনাগাজীতে লকডাউন অমান্য করে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে একটি পক্ষ
ফেনীর সোনাগাজীতে লকডাউন অমান্য করে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে একটি পক্ষ। এতে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন নুরুল আলম (৪০), আসমা আক্তার (৩৫), আলাউদ্দিন (৩০), মাইন উদ্দিন (৩০), গোলাম মাওলা (৫০), রাজিব (২৮), মো. হৃদয় (২৫), আবু ইউছুফ (৪৫), রিয়াদ হোসেন (৩০) ও আকলিমা আক্তার (৩২)। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্বচরচান্দিয়া গ্রামের বস্তিতে একটি পরিবার দীর্ঘদিন এলাকাবাসীর ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে। তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনের শুরুতেই বিনা উসকানিতে আকলিমা আক্তার সোহাগী, রোকেয়া, শিউলি, তাছলিমা আক্তার, আবু ইউছুপ, নুরুল করিম ও মো. জনির নেতৃত্বে একদল মানুষ হামলা চালায়। এতে ১০ জন আহত হন। আধাঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিজ্ঞাপন
পরে সংক্ষিপ্ত সমাবেশে গ্রামবাসী অভিযোগ করেন, দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী রুপিয়া খাতুন ও তার চার মেয়ে তাছলিমা আক্তার, আকলিমা আক্তার সোহাগী, রোকেয়া বেগম, শিউলি বেগম, ছেলে জাকির হোসেন, তাসলিমার স্বামী আবু ইউছুপ ও আকলিমা আক্তার সোহাগীর স্বামী নুরুল করিম মাসুদসহ কয়েকজন দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের অনৈতিককাজের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা চালান তারা। এতে কয়েকজন আহত হন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোসাইন আরমান/এএম