মেয়ের ধর্ষণের প্রতিকারে ৯৯৯-এ বাবার কল, ধর্ষক আটক
হাসান আলী
৯৯৯-এ ফোন দিয়ে শিশু কন্যাকে ধর্ষণের কথা জানান এক বাবা। ফোন পেয়ে অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে পুলিশ। সিরাজগঞ্জ সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
ধর্ষক হাসান আলী (১৭) সদর থানার পুরান ছাতিয়ানতলী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর থানার পুরান ছাতিয়ানতলী গ্রামের ভুক্তভোগী ওই শিশুকে (৮) গত ১৬ এপ্রিল বিকেলে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত হাসান আলী। সেখানে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের কথা কাউকে বলে দিলে ছুরি দিয়ে জবাই করে ফেলা হবে বলে মেয়েটিকে ভয়ভীতি প্রদর্শন করে হাসান। বৃহস্পতিবার (২২ এপ্রিল) আবারও শিশুটিকে নিজ ঘরে ডেকে নেওয়ার চেষ্টা করে সে। তাৎক্ষণিকভাবে ২ বান্ধবী শিশুটির বাবাকে বিষয়টি জানায়।
বিজ্ঞাপন
শিশুটির বাবা তখন ৯৯৯-এ কল করে বিষয়টি অবগত করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ধর্ষক হাসান আলীকে আটক করে। এ সময় তার ঘরে রাখা ছুরিটিও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ঘটনাটি ৯৯৯-এ কলের মাধ্যমে জানতে পেরে ধর্ষককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া শেষ করে ধর্ষককে জেলহাজতে প্রেরণ করা হবে। মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
শুভ কুমার ঘোষ/এমএসআর/জেএস