যানবাহনের অপেক্ষায় যাত্রীরা 

শ্রমিকদের মারধর এবং শাহজাদপুরের ওপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে ধর্মঘট ডেকেছে জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পাবনার সকল রুটে পরিবহন ঘর্মঘট শুরু হয়েছে। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। 

মালিক শ্রমিকদের দাবিগুলো হলো- পাবনা-নগরবাড়ি রুটে সেতু নির্মাণ, শ্রমকিদের গায়ে হাত না তোলা, ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসন যেমন সহযোগিতা করে তেমন সহযোগিতা, শ্রমিক নির্যাতন বন্ধ করা, শাহজাদপুর যেভাবে পাবনাতে ব্যবসা করছে তেমন শাহজাদপুরে আমাদের ব্যবসার সুযোগ দেয়া, উত্তরবঙ্গের সকল পরিবহন সুষ্ঠুভাবে চলাচল করতে দেয়া।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুুপুর ১২টা পর্যন্ত পাবনা টার্মিনাল এলাকায় দেখা গেছে, পাবনা থেকে ঢাকাগামী কিছু লোকজন ব্যাগ নিয়ে বাসের অপেক্ষা করছেন। ঢাকা রুটে বাস ট্রাক চলা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি অভ্যন্তরীণ রুটেও কোনো পরিবহন চলাচল করছে না। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা

কথা হয় ইটভাটা শ্রমিক মিন্টু বিশ্বাস (৩৭) সঙ্গে। তিনি বলেন, আমার আম্মা হার্ট অ্যাটাক করে কুষ্টিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে আমার বাড়ি যাওয়া খুব দরকার। কিন্তু সকাল থেকে গাড়ির জন্য বসে আছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওজা রোজি (২২) বলেন, রাজশাহীতে মেসে থেকে পড়ালেখা করি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও নিয়মিত প্রাইভেট পড়ি। কয়েকদিনের ছুটিতে বাড়ি আসছিলাম। এখন যাওয়ার পথে দেখছি কোনো পরিবহন চলছে না। শুনছি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, তাই বাড়ি ফিরে যাচ্ছি।

গাবতলীতে কর্মরত মমিন মন্ডল ( ৩৮) নামে এক কয়লা শ্রমিক বলেন, অনেকদিন কাজ নেই। বাড়িতে বসেছিলাম। বস ফোন দিছে যাওয়ার জন্য। এখন গাড়ির অভাবে যেতে পারছি না।

বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায় নি

রাজদূূূত গাড়ির চালক মখলেছ উদ্দিন বলেন, দিন এনে দিন খাই। গাড়ি না চললে সংসার চলবে কেমন?

কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে  শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিকরা পাবনার কোচ ও বাস চালকদের মাঝে মধ্যেই বিনা কারণে মারধর করে আসছে। আমরা এ সমস্যার স্থায়ী সমাধানসহ ৬ দফা দাবি আদায়ে এ ধর্মঘটের ডাক দিয়েছি।

পাবনা মোটর মালিক গ্রুপের কার্যনির্বাহী সদস্য শহিদুল্লাহ

পাবনা জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মনির বলেন, সিরাজগঞ্জ ও শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে পাবনার বাস মালিক ও শ্রমিকরা দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান করা যায়নি। জোরপূর্বক চাঁদা আদায় ও পরিবহন শ্রমিকদের মারপিট করার বিষয়ে স্থায়ী সমাধানে ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

তিনি আরও বলেন, পাবনার প্রশাসন এর স্থায়ী সমাধান দিতে আন্তরিক কিন্তু শাহজাদপুরের মালিক সমিতি কোনো কথায় শুনছে না।

শ্রমিক নেতা হাবিবুর রহমান বলেন,  জনদুর্ভোগ হলেও কোনো উপায় নেই। নিরুপায় হয়েই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

পাবনার জেলা প্রশাসক মো. কবির মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। শিগগির সমাধান হয়ে যাবে বলে আশা করছি।

এসপি