বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার দুর্গম চরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সাইদুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। 

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুল। তিনি বোহাইল ইউনিয়নের চর মাঝিড়া গ্রামের বিলাত প্রামানিকের ছেলে।  

নিহত সাইদুলের ভাতিজা জহুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকার শহিদের কাছে পাওয়ার টিলার মেরামতের পাওনা টাকা চাইতে যান সাইদুল। এ সময় শহিদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।  একপর্যায়ে শহিদ ও তার লোকজনের মারধরে সাইদুল গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সাইদুলের মৃত্যু হয়। 
 
সারিয়াকান্দি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাওয়ারটিলার মেরামতের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত সাইদুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সাখাওয়াত হোসেন জনি/আরএআর