বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ২ হাজার ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লাটিম প্রতীকের প্রার্থী রাশিক হাওলাদার। 

দায়িত্ব গ্রহণের পর তিনি হবেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য। হলফনামা অনুযায়ী তার বয়স ৩০ বছর। বিসিসির সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে সবচেয়ে কম বয়স রাশিকের।

নির্বাচনে তার নিকটতম প্রার্থী শামীম আহসান ঘুড়ি মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৬৫টি। মোট ভোট পড়েছে ২ হাজার ৫৩৯টি। ওয়ার্ডটিতে মোট ভোটার ৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯০০ ও নারী ভোটার সংখ্যা ২ হাজার ৪৩৮ জন। 

শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডে মোট ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।

প্রসঙ্গত, গত বছর ১১ জুন বিসিসি নির্বাচনে নগরীর ৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি নেতা সেলিম হাওলাদার। কিন্তু গত বছরের ২৮ জুন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এর ১০ মাস পর এ উপনির্বাচন অনুষ্ঠিত হলো। 

সৈয়দ মেহেদী হাসান/এসকেডি