ফেনীর ছাগলনাইয়া থেকে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (০৯ মার্চ) দুপুরের দিকে ছাগলনাইয়া পৌর এলাকার চৌধুরী রাস্তার সামনে থেকে ট্রাকসহ চিনি জব্দ করা হয়।

সূত্র জানায়, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

ফেনীর-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো.বদরুদ্দোজা বলেন, অভিযানে বিজিবির টহল দল ট্রাকটি জব্দ করে। পরে ট্রাকে থাকা ৯০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তারেক চৌধুরী/এসকেডি