কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৪ জন করোনা শনাক্ত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সিটি করপোরেশন এলাকায় ৪৬ জন, আদর্শ সদরে দুইজন, সদর দক্ষিণে একজন, দেবিদ্বারে একজন, ব্রাহ্মণপাড়ায় দুইজন, বুড়িচংয়ে তিনজন করোনা শনাক্ত হন।

এছাড়া চান্দিনায় পাঁচজন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে চারজন, দেবিদ্বারে একজন, বরুড়ায় চারজন, নাঙ্গলকোটে দুইজন ও মনোহরগঞ্জে পাঁচজন করোনাভাইারাসে শনাক্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনায় রোগীর সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। শুক্রবার পর্যন্ত এ জেলায় ১১ হাজার ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় করোনায় মারা গেছেন ৩৫৯ জন।

এমএসআর