ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে বেলা ১১টার দিকে শার্শা উপজেলার তুলি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রায়সা নামে সাত বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার শেয়ালঘোনা গ্রামের ছফুরা বেগম (৭১) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪০)।
স্থানীয়রা জানান, সকালে যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার তুলি সিনেমা হলের সামনে বেপরোয়া ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিনজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
যশোর জেনারেল হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাশ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। শিশুটির অবস্থাও আশঙ্কাজনক।
নাভারন হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, চালককে আটক করে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরএআর