৩৫৮ যৌনকর্মীকে খাদ্য সহায়তা
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলছে লকডাউন। আবার এরই মধ্যে এসেছে মাহে রমজান। এ সময়টাতে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের যৌনপল্লীর অধিকাংশ কর্মীর আয়-রোজগার। ফলে খেয়ে-না খেয়ে কোনোরকমে দিনাতিপাত করছেন তারা। বিষয়টি চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তাদের দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর রমেশ সেন রোডের যৌনপল্লীর ৩৫৮ যৌনকর্মীর হাতে ত্রাণ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক।
বিজ্ঞাপন
এক হাজার টাকা মূল্যমানের ওই ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও একটি সেমাইয়ের প্যাকেট প্রদান করা হয়।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ ক্রান্তিলগ্নে এমন ত্রাণ সহায়তা পেয়ে খুশি যৌনপল্লীর বাসিন্দারা। শেফালি (ছন্মনাম) নামে একজন বলেন, এহন আমরা খদ্দের পাই না। খদ্দের না পাইলে তো পেটে খাউনও জোটে না। অনেকদিন ধইরাই কষ্ট কইরা চলতাছি। আঙ্গর কথা যে মনো কইরা এই খাদ্য সামগ্রীগুলা পাডাইছে হে লেইজ্ঞা প্রধানমন্ত্রীরে অনেক ধন্যবাদ।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, শুধু যৌনপল্লীর বাসিন্দারাই নন, চলমান এ কঠিন সময়ে দুস্থ ও নিম্নবিত্ত মানুষের পাশে থাকবে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পর্যায়ক্রমে হকার, পরিবহন শ্রমিকসহ জেলার ৪ হাজার নিম্নআয়ের মানুষকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।
উবায়দুল হক/এমএএস