ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন-সংকট মেটাতে বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে এক হাজার পিস স্যালাইন দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। রোববার (২৫ এপ্রিল) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরের কাছে এই স্যালাইন হস্তান্তর করেন শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন ঢাকা পোস্টকে বলেন, বাগেরহাট জেলাজুড়ে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি যে হাসপাতালগুলোয় স্যালাইন-সংকট রয়েছে। ফলে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি সমাধানে তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য তার ব্যক্তিগত অর্থায়নে এক হাজার আইভি স্যালাইন প্রদান করেছেন।

তিনি জানান, ভবিষ্যতে শেখ তন্ময়ের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ডায়রিয়া ও পানিবাহিত রোগের সমাধানে জেলাজুড়ে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংসদ সদস্য চেষ্টা করছেন বলে জানান তিনি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন যে পরিমাণ রোগী ভর্তি হয়, সে তুলনায় আমাদের আইভি স্যালাইন নেই। আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছিলাম। সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে পাওয়া এই স্যালাইন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তানজীম আহমেদ/এনএ