রাজশাহী বিভাগজুড়ে ৩১ হাজার ছাড়িয়েছে প্রাণঘাতী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২০ জনের। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৫৯ জনের।

রোববার (২৫ এপ্রিল) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৫৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ১২০ জন।

২৪ ঘণ্টায় সিরজাগঞ্জে ২৭ জনের করোনা ধরা পড়েছে। পাবনায় ২১, রাজশাহীতে ২০, বগুড়ায় ১৯, নওগাঁয় ১২, নাটোরে ৯, চাঁপাইনবাবগঞ্জে ৯ এবং জয়পুরহাটে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

২৪ ঘণ্টায় এই মহামারিতে নাটোরে প্রাণ হারিয়েছেন একজন। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণ হারাল ৪৬৩ জন।

এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ২৬ হাজার ৭৮২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৪ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৫২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সর্বোচ্চ ২৮৫ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৬৭, নওগাঁয় ৩২, সিরাজগঞ্জে ২৩, নাটোরে ১৭, চাঁপাইনবাবগঞ্জে ১৫, পাবনায় ১৩ এবং জয়পুরহাটে ১১ জনের প্রাণ গেছে।

এমএসআর