উপহারসামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা শ্রাবণ
শেরপুরে কর্মহীনদের মাঝে উপহারসামগ্রী পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা শ্রাবণ
করোনাকালীন লকডাউন সময়ে কর্মহীনদের মাঝে উপহারসামগ্রী পৌঁছে দিচ্ছেন শেরপুর পৌরসভার মেয়রপুত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক শিহাব আহম্মেদ কিবরিয়া শ্রাবণ।
ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে এসব উপহার বিতরণ করছেন তিনি।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শ্রাবণ ঢাকা পোস্টকে বলেন, করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। অপরদিকে রমজান মাস। তাই আমি সিদ্ধান্ত নিয়েছে এমন সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোর।
বিজ্ঞাপন
শিহাব আহম্মেদ কিবরিয়া শ্রাবণ বলেন, এ জন্য পৌর এলাকায় ঘুরে ঘুরে খোঁজখবর নিয়ে যাদের অবস্থা ভালো না তারা উপহারসামগ্রী পাওয়ার আওতায় আসছেন।
তিনি আরও বলেন, গত শনিবার (২৪ এপ্রিল) প্রথম দিনে প্রাথমিক অবস্থায় ১১০ পরিবারকে খাদ্য উপহার পৌঁছে দিয়েছি। যার মধ্যে ছিল- ৫ কেজি চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান। রোববার (২৫ এপ্রিল) ইফতারের পর পৌর শহরের ও দিঘারপাড় মহল্লার অসহায়দের মাঝে উপহারসামগ্রী পৌঁছে দেন তিনি।
বিজ্ঞাপন
এভাবে প্রতিদিন আমরা উপহারসামগ্রী নিয়ে শেরপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গিয়ে বিতরণ করবেন বলে জানান তিনি। উপহারসামগ্রী বিতরকালে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি বর্ষণ কারুয়া, সহসভাপতি আব্দুল আলিম হক প্রমুখ।
জাহিদুল খান সৌরভ/এমএসআর