দেড় ঘণ্টা বিদ্যুতের তারে ঝুলে থাকা যুবকের মৃত্যু
রংপুরে বিদ্যুতের খুঁটির তারে দেড় ঘণ্টা ঝুলে থাকা যুবকের (৩০) মৃত্যু হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই যুবককে সোমবার (২৬ এপ্রিল) ভোরে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। বেওয়ারিশ হিসেবে মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের টার্মিনাল রোডস্থ করণজাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফজরের নামাজের সময় বিকট শব্দ হলে নিকটবর্তী মসজিদের মুসল্লিরা বেরিয়ে দেখেন বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের তারে এক যুবক আটকে রয়েছে। এ সময় তার শরীরে আগুন ধরে যায়।
অজ্ঞাত ওই যুবক দেড় ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুতের তারে আটকা পড়ে ঝুলে ছিল। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কীভাবে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন? তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা।
ঢাকা পোস্টকে তিনি বলেন, জীবিত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। হাত-পাসহ শরীরের বেশিরভাগ অংশই ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে ভর্তি হওয়ার সাড়ে ৪ ঘণ্টার পর তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মজনু মিয়া বলেন, অজ্ঞাত ওই যুবকের কোনো ঠিকানা পাওয়া যায়নি। তার স্বজনদের খোঁজা হচ্ছে। লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর