চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া গণপরিবহনের শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০০ পরিবহন শ্রমিকের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। 

সামাজিক দূরত্ব নিশ্চিত করে ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের উপহার সামগ্রী দিচ্ছেন। তারই অংশ হিসেবে আমরা নারায়ণগঞ্জের পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দিচ্ছি।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, পর্যায়ক্রমে আমরা পরিবহন শ্রমিকদের কাছে আরও উপহার তথা ত্রাণ পৌঁছে দেব। 

পরিবহন শ্রমিকরা জানান, লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় আমাদের কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে। কারণ আমরা দিন আনি দিন খাই। প্রধানমন্ত্রী আমাদের কথা মনে রেখেছেন এবং ত্রাণ পৌঁছে দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। এই ত্রাণ দিয়ে পরিবার-পরিজন নিয়ে অন্তত কয়েকটা দিন আমরা খেয়ে পরে বাঁচতে পারবো। 

রাজু আহমেদ/আরএআর