খুলনায় ফার্নিচার কারখানা ভস্মীভূত
খুলনায় ফার্নিচার কারখানায় আগুন
খুলনায় আগুনে একটি ফার্নিচার কারখানা ভস্মীভূত হয়েছে। পুড়েছে কারখানায় থাকা মালামাল। সোমবার (২৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকার ঈদগাহ জামে মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে ফার্নিচার তৈরির কারখানায় আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু ফার্নিচারের কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। এতে কারখানার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া কারখানার আগুনে পার্শ্ববর্তী বাড়ি-ঘরের এসিসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান।
বিজ্ঞাপন
খুলনা ফায়ার সার্ভিস সদর দফতরের কন্টোল রুমে কর্তব্যরত লিয়ন জানান, বিকাল ৪টা ২৮ মিনিটে সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় ফার্নিচারের তৈরির কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। বয়রা সদর দফতরের ৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার মো. সাঈদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ফার্নিচার তৈরির একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমএসআর