গৌরাঙ্গ দেবনাথ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গৌরাঙ্গ দেবনাথ নামে এক সাংবাদিককে দুর্বৃত্তরা তার হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল রোববার (২৫ এপ্রিল) রাতে উপজেলা সদরের আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সোমবার (২৬ এপ্রিল) জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক গৌরঙ্গ। তিনি জাতীয় দৈনিক কালের কণ্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি।

সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় মাঝিকাড়া গ্রামের ১৫/২০ জন আদালতপাড়ায় তার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাত-পা কেটে নেওয়ার হুমকি দেন। স্থানীয় এমপির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বলেও শাসিয়ে যান বলে জানান গৌরাঙ্গ। 

তাৎক্ষণিকভাবে বিষয়টি নবীনগর থানা পুলিশের ওসি আমিনুর রশীদকে বিষয়টি জানানোর পর গৌরাঙ্গের বাড়িতে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনায় নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, এমপি স্যারের নাম করে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় তিনিও ক্ষেপেছেন। হুমকিদাতাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে একজনকে আমরা শনাক্ত করেছি। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

আজিজুল সঞ্চয়/এমএএস