একগিটে ছোটবড় মিলে ৩৮ লাউ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের কৃষক শামছুল আলীর বাড়ির পেছনে লাগানো লাউগাছের একটি গিটে ৩৮টি লাউ ধরেছে। থোকার মতো ঝুলে আছে লাউগুলো। এই ঘটনা দেখতে প্রতিদিন ওই বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

জানা যায়, কৃষক শামছুল আলীর স্ত্রী জয়নব বেগম লাউগাছটির বীজ নিজে বপন করেছেন। গাছটি বড় হওয়ার পর স্বাভাবিকভাবে ৫০টির মতো লাউ ধরেছে। বড় হওয়ার পর নিজেরা কয়েকটি খেয়েছেন ও কিছু বিক্রি করেছেন।

পনেরো দিন আগে একটি গিটে অসংখ্য ফুল আসে। সেই ফুল থেকে লাউ বেরিয়ে আসতে থাকে। এখন থোকার মতো করে লাউ ঝুলছে।

শাহীবাজার এলাকার তোতন মাহমুদ জানান, লোকমুখে শোনার পর সোমবার (২৬ এপ্রিল) লাউগুলো দেখতে ওই বাড়িতে গিয়েছিলাম। গুনে দেখি একগিটে ছোটবড় মিলে ৩৮টি লাউ আছে। এরমধ্যে ২৫টির মতো লাউ একটু বড়। 

ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, কোন জাতের বীজ থেকে একগিটে বিপুলসংখ্যক লাউ ধরেছে ওই কৃষক বা তার স্ত্রী বলতে পারেননি। গবেষণার জন্য ছবি তুলে জেলা কৃষি সম্প্রসারণ দফতর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে পাঠিয়েছি।

জুয়েল রানা/এমএসআর/জেএস