টেকনাফে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
গুলিতে নিহত ওসমান গণি সিকদার
কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে ওসমান গণি সিকদার (২৯) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ জানুয়ারি) সকালে সাবরাংয়ের কচুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গণি সিকদার কচুবনিয়ার পানবাজার এলাকার আলী আহমেদের ছেলে। তিনি টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
বিজ্ঞাপন
নিহতের ছোট ভাই আব্দুল আমিন ঢাকা পোস্টকে বলেন, পাঁচদিন আগে এলাকা থেকে একটি ইজিবাইক (টমটম) চুরি হয়। সেটি পার্শ্ববর্তী এলাকার আব্দুল্লাহ ওরফে কুলু মেম্বারের ছেলে শাকের উল্লাহ ওরফে শাকের ডাকাত ও তার সহযোগী কেফায়েত উল্লাহ মিলে চুরি করে। এর বিচার করতে ইজিবাইকের মালিক আমার ভাইকে নিয়ে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে সেদিনও তাকে হত্যা চেষ্টা করা হয়। সেই বিরোধে আজ সকালে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আমার ভাই ওসমানকে গুলি করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল আমিন বলেন, শাকের ডাকাতের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মানবপাচার, ইয়াবাসহ নানা বিষয়ে অন্তত ১৮ থেকে ২০টি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক। তারপরও এলাকায় চুরি অব্যাহত রেখেছে।
বিজ্ঞাপন
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সেটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরএআর