মুহাম্মদুল্লাহ জামী

কিশোরগঞ্জে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) সদর উপজেলার সতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতার মওলানা মুহাম্মদুল্লাহ জামী কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মৃত মাওলানা আবদুর রহমান জামীর ছেলে।

জানা গেছে, মুহাম্মদুল্লাহ জামী সতাল দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশ কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহসচিব ও কিশোরগঞ্জ জেলা জমিয়তে ইসলামের সভাপতি।

কিশোরগঞ্জে ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের দিন শহরে তাণ্ডবে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। তবে তাণ্ডবের পরই গা ঢাকা দেন এই হেফাজতের নেতা।

হেফাজতে ইসলামের ডাকা হরতালের পরের দিন ২৯ মার্চ কিশোরগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাস দমন ও নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ তাকে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গ্রেফতার করে।

তিনি আরও জানান, হেফাজতের তাণ্ডবে সন্ত্রাস দমন আইনের মামলায় দীর্ঘ দিন পলাতক ছিলেন তিনি। নজরদারির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

এসকে রাসেল/এমএসআর